ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা ও বিহার অঞ্চলে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তিনিই বাংলার লক্ষণ সেনকে পরাস্ত করে প্রথম বাংলা দখল করেন। জিয়াউদ্দিন বারানির ইতিহাস গ্রন্থ তারিখ-ই ফিরোজ শাহি, আলবরুনির তহকিকাত ও ইবনে বাতুতার ভ্রমণকাহিনিতে বখতিয়ার খিলজির কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়